ওয়েব ডেস্ক: মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা–ওয়েস্টে (Bandra West) মাঝরাতে হাঁটতে বেরিয়ে হেনস্থার শিকার হলেন ২৭ বছরের এক ফরাসি কনস্যুলেট কর্মী। অভিযোগ, স্কুটি–আরোহী এক যুবক তাঁকে অনুসরণ করে রাস্তার মাঝেই শ্লীলতাহানির চেষ্টা করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই ফরাসি কনস্যুলেটের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে খার থানার পুলিশ। এলাকার ৫০–এর বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে স্কুটির রেজিস্ট্রেশন নম্বর শনাক্ত করে। এরপরই মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত ২৫ বছরের সুনিল ওয়াঘেলাকে।
আরও পড়ুন:ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত মাও শীর্ষ নেতা হিডমা, দেখুন বড় খবর
অভিযুক্তের বিরুদ্ধে BNS–এর সেকশন ৭৪ (মহিলার শ্লীলতাহানি)–সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে বিদেশি দূতাবাস–কর্মীদের নিরাপত্তা এবং শহরে রাতের সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
দেখুন আরও খবর:







